গানের তালে মাস্ক পরার তাগিদ সারার

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২১, ১০:৫১
অ- অ+

মহামারি করোনার ভয়াবহ রূপ এখন ভারতে। গত একদিনে দেশটিতে মারা গেছে ২ হাজার ১০২ জন। একদিনে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৫ হাজার। ভয়াবহ এই পরিস্থিতি সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে ভারত সরকার। দেয়া হয়েছে মাস্ক ব্যবহারের জোর তাগিদ।

সরকারের সঙ্গে সুর মিলিয়ে মাস্ক পরার তাগিদ দিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খানও। তবে একটু ভিন্ন ভাবে। গানে গানে, অঙ্গ-ভঙ্গিতে। সেই ভিডিও প্রকাশ করলেন ইনস্টাগ্রামে।

গত বছরের জুনে ‘মাস্ক অন’ নামে একটি গানের ‌ভিডিও বানিয়েছিলেন এ-ক্যাল নামে এক র‌্যাপার। উদ্দেশ্য, জনসাধারণকে মাস্ক পরার বিষয়ে সতর্ক করা। সেই গানই বাজালেন সারা। গানের তালে তালে অঙ্গভঙ্গি করে বোঝালেন, বাড়ির বাইরে বের হলে সব থেকে প্রয়োজনীয় কাজটি হল মাস্ক পরা।

ভিডিওতে দেখা যায়, ঝলমলে কালো পোশাকে একটি রেস্তোরাঁ থেকে বেরোচ্ছেন সারা। শুরুতে তিনি দেখালেন, দরজা দিয়ে বাইরে বেরোনোর আগেই মাস্ক পরে নিতে হবে। সাদা বড় মাস্কটি পরে ক্যামেরার দিকে এগিয়ে এলেন তিনি। হাতের মুদ্রা দিয়ে বোঝালেন, এটাই যথার্থ কাজ।

অন্যদিকে, পেছনে এ-ক্যালের যে র‌্যাপ গানটি বাজানো হল তার মর্মার্থ হল, ‘নাক ও মুখ ঢাকুন। মাস্ক ছাড়া বাইরে বের হবেন না’।

ঢাকাটাইমস/২২এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটার হতে আবেদন করেছেন ৪৭৭১৩ প্রবাসী: এনআইডি ডিজি
মিটফোর্ড হত্যা: আসামিপক্ষে দাঁড়াবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
সিরাজগঞ্জে কবর থেকে লাশ তুলে বাড়ির উঠানে দাফন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা