‘জরিমানার আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০২১, ১৬:৫২

লকডাউন নিয়ে রিটের শুনানিতে ১০ হাজার টাকা জরিমানা করে হাইকোর্টের দেয়া আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

বুধবার বিকালে ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এর আগে লকডাউন চ্যালেঞ্জ করে সরকারের বিরুদ্ধে একটি রিট আবেদনের শুনানিতে আদালতে উপস্থিত না থাকায় এই আইনজীবীকে জরিমানা করা হয়।

ইউনুছ আলী আকন্দ বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট বেঞ্চে আমি আবেদনটি দায়ের করব। সংশ্লিষ্ট বেঞ্চের এখতিয়ার না থাকলে প্রধান বিচারপতির কাছে আবেদন করব ‘হাইকোর্ট রুলস’ অনুযায়ী।’

আদালতে কেন উপস্থিত ছিলেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে আমি জুমে সংযুক্ত হতে পারিনি। আমি চেষ্টা করেছি শুনানিতে অংশ নিতে।’

তিনি জানান, রিট মোশন তদবিরের অভাবে খারিজ আদেশ ও খরচের জন্য দেয়া আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করবেন। তিনি বলেন, ‘রিটের মোশন মামলা তদবিরের অভাবে খারিজ হলে কস্ট দেয়ার কোনো নজির নেই। কারণ কস্ট কোর্ট ফি দাখিল করেই রিটটি ফাইল করা হয়েছে।’

মামলার বিবরণ থেকে জানা যায়, করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সরকার কঠোর নিষেধাজ্ঞা (লকডাউন) ঘোষণা করে। সরকারের এমন প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ইউনুছ আলী আকন্দ। সে রিট আবেদনটি শুনানির জন্য কয়েক দিন আদালতের তালিকায় আসে। নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না থাকায় বুধবার তাকে জরিমানা করেন আদালত।

(ঢাকাটাইমস/০৫মে/এআইএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেল: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এই বিভাগের সব খবর

শিরোনাম :