ফেনীতে স্বাস্থ্যবিধি না মানায় ছয় দোকান বন্ধ

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২১, ২২:২৫
অ- অ+

ফেনীতে স্বাস্থ্যবিধি না মানায় ও ভোক্তা অধিকার বিধি লঙ্ঘনের দায়ে ছয়টি দোকান বন্ধ এবং ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরজ্জামান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জমান জানান, ফেনীর চলমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি পরিপালন ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনী শহরের জনবহুল এলাকা ও বিপণিবিতানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে ছয়টি দোকান বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া মাস্ক পরিধান না করে রাস্তায় ও বিপণিবিতানে বের হওয়ার দায়ে ১০ ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ফেনীর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, সোনাগাজী উপজেলার বড় বাজার এলাকায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন করতে মাস্ক বিতরণ, মাইকিং ও ভোক্তা অধিকার রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পণ্য মূল্যের তালিকা প্রদর্শন না করা এবং স্বাস্থ্যবিধি ভঙ্গ করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা