বৃদ্ধাশ্রমে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০২১, ২০:৩২

বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের ঈদ উদযাপন নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর মিরপুরের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এই ঘটনায় শনিবার বিকালে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন হামলার শিকার সাংবাদিক মাঈন উদ্দিন আরিফ।

সাধারণ ডায়েরির বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান।

মাঈন উদ্দিন আরিফ দৈনিক ইত্তেফাকের অনলাইন বিভাগে কর্মরত। ঈদের দিন শুক্রবার তার সঙ্গে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতার হামলার শিকার হন ইত্তেফাকের ক্যামেরাপারসন তানভীর আহাম্মেদ। ওই হামলায় তাদের হাতে থাকা ক্যামেরা ও মাইক্রোফোন ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ বৃদ্ধাশ্রমটি মিরপুরের পাইকপাড়া দোতলা মসজিদের পাশে অবস্থিত।

শনিবার সন্ধ্যায় হামলার শিকার সাংবাদিক মাঈন উদ্দিন আরিফ ঢাকা টাইমসকে বলেন, ‘সন্তান ছাড়া বৃদ্ধাশ্রমে কেমন কাটছে বয়স্ক নারী-পুরুষদের ঈদ— এমন বিষয়কে কেন্দ্র করে একটি ভিডিও প্রতিবেদন তৈরির জন্য ঈদের দিন অফিসের অ্যাসাইনমেন্টে পাইকপাড়ার ওই বৃদ্ধাশ্রমে যাই। আগে থেকেই তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়ার পর ভিডিও শুরু করলে হঠাৎ করে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার তুই-তুকারি ভাষা ব্যবহার করে ভিডিও বন্ধ করার জন্য বলেন। খারাপ ব্যবহারের কারণ জানতে চাইলে গালিগালাজ (প্রকাশ অযোগ্য ভাষা) করতে থাকেন। এক পর্যায়ে আমাদের দিকে তেড়ে এলে প্রতিষ্ঠানটির কর্মীরা তাকে নিবৃত করার চেষ্টা করেন। তারপরও তিনি আমার গায়ে হাত তোলেন। সঙ্গে থাকা ক্যামেরা ও মাইক্রোফোন মেঝেতে ফেলায় ভেঙে গেছে।’

এই হামলার ঘটনা পুরোটা ভিডিও সংরক্ষণ করা আছে জানিয়ে মাঈন উদ্দিন বলেন, ‘মানবিক কাজকে উৎসাহিত করার জন্য সংবাদ করতে গিয়ে মালিকের হাতে হামলার শিকার হতে হবে, এটা স্বপ্নেও ভাবিনি। এই হামলার উপযুক্ত বিচার চাই।’

এদিকে হামলার সময়ের ভিডিওতে দেখা গেছে, সাংবাদিক মাঈন উদ্দিনের ‍ওপর যখন মিল্টন সমাদ্দার হামলা করেন তখন পেশাগত দায়িত্ব পালন করতে সেখানে ছিলেন বেসরকারি একটি টিভি চ্যানেলের দুই সংবাদকর্মী। তারা পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হন মিল্টন সমাদ্দার।

অন্যদিকে হামলার বিষয়টি অস্বীকার করে মিল্টন সমাদ্দার ঢাকা টাইমসকে বলেন, ‘ঈদের দিনে অনেকগুলো টিভি চ্যানেল এখানে সাক্ষাৎকার নিয়েছে। ইত্তেফাকের সাংবাদিকও ছিলেন। তিনি এখানকার বাসিন্দাদের একই ধরনের প্রশ্ন করছিলেন। এসময় একজন বৃদ্ধা অনেক কান্না করায় ভিডিও ধারণ করতে বারণ করা হলে এই সাংবাদিক শুনেননি। আমি নিষেধ করতে গেলে আমাকে বলেন, আপনি কে? আমার প্রতিষ্ঠানে এসে আমাকে বলে আপনি কে, বলেন কেমন লাগে?’

সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং গালিগালাজ করেছেন বলে অভিযোগ আছে আপনার বিরুদ্ধে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ওরে বলছি তোর মতো (প্রকাশ অযোগ্য ভাষা) সাংবাদিকের নিউজ করার দরকার নাই। বহু সাংবাদিক আমার নিউজ করে। দেড়শোর বেশি নিউজ আছে আমার প্রতিষ্ঠান নিয়ে। তুই বের হয়ে যা।’

গালি দেয়াটা কি আপনার ঠিক হয়েছে- এমনটা জানতে চাইলে মিল্টন সমাদ্দার এই প্রতিবেদককে বলেন, ‘আপনি এত কথা প্যাচাচ্ছেন, আপনাকেই তো আমার গালি দিতে ইচ্ছে করছে।’

ভিডিওতে দেখা গেছে, আপনি সাংবাদিকের জামার কলার চেপে ধরেছেন- এমন প্রশ্নের উত্তরে বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা বলেন, ‘মারতে পারলাম কই? আমার স্টাফরা তো আমাকে ধরে রেখেছে।’

মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) এমএম মইনুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘জিডির পরিপেক্ষিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। সিসিটিভি ফুটেজসহ অন্য সবকিছু যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/১৫মে/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :