ভোলায় দুই ফিশিংবোট জব্দ

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২১, ২০:৫০
অ- অ+

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরে ফেরার পথে ভোলায় সমুদ্রগামী দুইটি ফিশিংবোট আটক করেছে মৎস্য বিভাগ। শনিবার দুপুরে সদর উপজেলার মেঘনা নদীর তুলাতুলি এলাকা থেকে সামুদ্রিক মাছসহ এ বোট দুইটি জব্দ করা হয়। এর মধ্য একটি বোট চট্টগ্রামের, অন্যটি বরিশালের মেহেন্দীগঞ্জের।

সদর উপজেলার মৎস্য কর্মকর্তা জামাল হোসেন জানান, সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা সময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার শেষে বোট দুটি চট্টগ্রাম ও বরিশালের মেহেন্দীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় মেঘনার তুলাতুলি এলাকা অতিক্রমকালে বিপুল পরিমাণ মাছসহ বোট দুইটি আটক করা হয়। বোটে থাকা জেলেরা সাগরে মাছ ধরার কথা শিকার করেছে। বোটে ইলিশ, কোড়াল, রূপচাঁদাসহ বিপুলসংখ্যক সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। যা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সমূদ্রে মাছের প্রজনন, উৎপাদন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

(ঢাকাটাইমস/২২মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা