সপ্তাহের ব্যবধানে সিলেটে ফের ভূমিকম্প

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুন ২০২১, ১৯:৩১ | প্রকাশিত : ০৭ জুন ২০২১, ১৯:১২

এক সপ্তাহের ব্যবধানে সিলেটে ফের দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা ২৮ এবং ৬টা ২৯ মিনিটে দুটি ভূমিকম্প অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করে জানান, সিলেট অঞ্চলেই ভূমিকম্পের উৎপত্তিস্থল। তবে এর মাত্রা কত ছিল তা নিশ্চিত করতে পারেননি তিনি।

ভূমিকম্প টের পেয়ে অনেকে বড় ভবন থেকে রাস্তায় নেমে আসেন। শহরের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৩০ মে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দুইটার মধ্যে সিলেটে মোট পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়। পরের দিন আবারও দুই বার ভূমিকম্প অনুভূত হয়েছিল সেখানে।

ঢাকাটাইমস/৭জুন/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :