মানিকগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২১, ১৫:০২

মানিকগঞ্জের চাঞ্চল্যকর আমির হোসেন দেওয়ান ওরফে লালন হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. উজ্জল খন্দকার এবং মো. করম আলী। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা জেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকালে র্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র্যাব জানায়. ২০২০ সালে ২৬ জুন মানিকগঞ্জের সিংগাইর থানার আমির হোসেন দেওয়ান ওরফে লালন নামে এক ব্যাক্তি খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে সিংগাইর থানায় একটি মামলা করেন। হত্যার পরপরই আসামিরা এলাকা ছেড়ে অন্য জায়গায় আত্মগোপন করে।

ঘটনার পরপরই আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব-৪ এর গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে। আসামিদের অবস্থান শনাক্তে উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসছিল র‌্যব। দীর্ঘ প্রচেষ্টার পর র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল ওই মামলার ১ ও ৩ নম্বর আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা জেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো. উজ্জ্বল খন্দকার এবং মো. করম আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা এই হত্যার সাথে সরাসারি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে সিংগাইর থানা পুলিশের কাছে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১১জুন/এএ/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

উখিয়ায় আরসার আস্তানা থেকে বিপুল অস্ত্র গ্রেনেড ও রকেট শেল উদ্ধার, গ্রেপ্তার ২

৪ কোটি টাকা দুর্নীতি, এলজিইডির সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

জঙ্গি সংগঠনে জনবল দিতেন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা, ডিবির হাতে ধরা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

১০৯ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

জাল সনদে চাকরি: মোটরযান পরিদর্শক তানভীর আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :