দীর্ঘ এক যুগ পর কমিটি পেল হাবিপ্রবি শাখা ছাত্রলীগ

দীর্ঘ প্রায় এক যুগ পর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি অনুমোদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
বুধবার আলমগীর হোসেন আকাশকে সভাপতি এবং এম এম মাসুদ রানা মিঠুকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
সহসভাপতি ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন লিরা রহমান, সাব্বির মাহমুদ শুভ, শেখ সারোয়ার হোসেন সুমন, ধনঞ্জয় ভৌমিক জয়, রাসেল আলভী, মনোয়ার হোসেন লাম, মো. আবুল বাশার।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন বখতিয়ার ফাহিম, মেহেদী হাসান হৃদয়, এম তাফসীরুল-ই- আব্বাসী মৃধা, মো. আল আমিন, জেবা তাসনিম জেরিন, আনিসুজ্জামান বিপ্লব, মো. রাব্বুল হাসান, ফরহাদ আহমেদ মুন্না, রাকিব জামান, হাবিবুন মুসতারি ইভা, মো. মনিরুজ্জামান।
উল্লেখ্য, সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে ৩৯ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৭ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন সহ মোট ৫৯ জনের কমিটি গঠন করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৫মে/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন