বয়স ৪৩ পেরিয়েও যে মন্ত্রে ফিট দুই ছেলের মা কারিনা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৪, ১০:১২
অ- অ+

সাধারণ মানুষের চেয়ে বিভিন্ন দেশের বিনোদন তারকারা তাদের ফিটনেস নিয়ে সর্বোচ্চ সচেতন থাকেন। এ জন্য তারা কোন ধরনের ব্যায়াম করে ফিটনেস ধরে রাখেন, তা জানার আগ্রহ রয়েছে অনেকের।

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তেমনই একজন, যার ফিটনেস চার্ট পেতে যে কেউই আগ্রহী হয়ে উঠবে। তার বয়স ৪৩ বছর, আগামী সেপ্টেম্বরে ৪৪ পূর্ণ হবে। এই বয়সেও এই সুন্দরী নায়িকা এখনো স্বাস্থ্য ও ফিটনেসের দিক দিয়ে আকর্ষণীয়। বলিউডের সুপার ফিট নায়িকাদের একজন তিনি।

অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করে দুই ছেলের মা হয়েছেন কারিনা। তারপরও কীভাবে এই ফিটনেস ধরে রাখা সম্ভব?

আসলে, কারিনা দেশি ডায়েট মেনে চলেন। তার ওয়ার্কআউটগুলোও তাকে ফিটনেস ধরে রাখতে সাহায্য করে। শরীর ঠিক রাখতে যোগব্যায়াম তার অন্যতম পছন্দ। গত এক যুগেরও বেশি সময় ধরে এটি তিনি নিয়মিত করেন। দুই ছেলের মা হয়েও তিনি যোগব্যায়াম ছাড়েননি।

যোগব্যায়াম ছাড়াও কারিনা কার্ডিও এবং পাইলেট অনুশীলন করেন এবং দুই সন্তান জন্ম দেওয়ার পর অন্যান্য ওয়ার্কআউটেরও পরীক্ষা-নিরীক্ষা করেছেন। যোগব্যায়ামের বিষয়ে কারিনা বলেন, ‘যোগব্যায়াম আমার আত্মার একটি অংশ।’

কারিনা শত ব্যস্ততার মাঝেও কখনো ওয়ার্কআউট মিস করেন না। তিনি নিয়মিত তার ওয়ার্কআউটগুলো করেন। এমনকি বাড়িতে ওয়ার্কআউট করার সময় তার সঙ্গে প্রায়ই বড় ছেলে তৈমুর থাকে। ছোট ছেলে জেহ এখনো এগুলো সেভাবে বোঝে না।

কারিনা বিপরীত অনুশীলন এবং বায়বীয় যোগসহ সব ধরনের যোগব্যায়ামের চেষ্টা করেন। তবে সূর্য অভিবাদন তার সবচেয়ে প্রিয়। এটি ওজন কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং নারীদের মাসিক নিয়মিত করতে সাহায্য করে।

(ঢাকাটাইমস/১৫মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা