বিশ্ব বাবা দিবস আজ

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২০ জুন ২০২১, ১০:৩৫ | প্রকাশিত : ২০ জুন ২০২১, ১০:৩২

বাবার প্রতি সন্তানের ভালোবাসা চিরন্তন। তার পরও বছরের একটা দিন বাবার জন্য রেখে দিতে চায় বিশ্ববাসী, যেমনটা রেখেছে মায়ের জন্য। এরই প্রেক্ষিতে বাবা দিবসের প্রচলন।

সেই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো বছর ঘুরে আবার এলো সেই রবিবার, বিশ্ব বাবা দিবস।

বিভিন্ন দেশে জুন মাসের তৃতীয় রবিবারকে বাবা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এদিন অনেকেই বাবাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনেক দেশে কার্ডও উপহার দেয়া হয়। যাদের বাবা বেঁচে নেই, তাদের কাছে বাবা কেবল স্মৃতি।

বাবা দিবসের প্রচলন বিংশ শতাব্দীর শুরু থেকে। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের পিতৃদিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উত্থাপন করা হয়। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়।

ঢাকাটাইমস/২০জুন/এএইচ

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :