ক্রিকেটকে বিদায় জানালেন বিসমাহ মারুফ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৪, ১৫:৪৪
অ- অ+

পাকিস্তান নারী দলের প্রাক্তন অধিনায়ক বিসমাহ মারুফ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকল প্রকার ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসমাহ মারুফের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে।

২০০৬ সালে ভারতের বিপক্ষে অভিষেক হয় বিসমাহ'র। এরপর থেকে পাকিস্তানের জার্সি গায়ে ২৭৬টি ম্যাচ খেলেছেন তিনি। ৯৬ ম্যাচে পাকিস্তানকে নেতৃত্বও দিয়েছেন বিসমাহ। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩ অর্ধশতকে ৬ হাজার ২৬২ রান করেছেন তিনি। বল হাতে ৮০টি উইকেটও পেয়েছেন বিসমাহ।

বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে বিসমাহ বলেন, 'আমি যে খেলাটিকে সবচেয়ে বেশি ভালোবাসি তা থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জন্য একটি অবিশ্বাস্য যাত্রা ছিল, চ্যালেঞ্জ, বিজয় এবং অবিস্মরণীয় অনেক স্মৃতিতে ভরা।'

অবসরের ঘোষণার পর নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং পিসিবিকে ধন্যবাদও জানিয়েছেন বিসমাহ। তিনি বলেন, 'আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা আমার ক্রিকেট যাত্রায় শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সমর্থন করেছে। আমাকে বিশ্বাস করার জন্য এবং আমার প্রতিভা প্রদর্শনের জন্য প্ল্যাটফর্ম দেয়ার জন্য আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাতে চাই।'

পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে মাতৃকালীন ছুটি পেয়েছিলেন বিসমাহ। তখন তিনি ছিলেন পাকিস্তান দলের অধিনায়কও। মাতৃকালীন ছুটির সময় বিসমাহ বোর্ড থেকে সকল প্রকার সাহায্য পেয়েছিলেন।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-উত্তোলন-বিক্রয় নিষিদ্ধ 
গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা