জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ পরলেন নতুন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২১, ১৪:৩০| আপডেট : ২৪ জুন ২০২১, ১৪:৪০
অ- অ+

সেনাবাহিনী নতুন প্রধান এসএম শফিউদ্দিন আহমেদকে জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়েছেন নৌ ও বিমানবাহিনীর দুই প্রধান।

বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নান নতুন সেনাপ্রধানকে জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ পরান।

র‌্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত সেনাপ্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ফুলের তোড়া উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে ২৪ জুন থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন এসএম শফিউদ্দিন আহমেদ। প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী তিনি বেতনভাতা পাবেন।

ঢাকাটাইমস/২৪জুন/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অর্ধশত মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল মোহাম্মদপুর থানা পুলিশ
সব অপরাধী ধরা না পড়া পর্যন্ত গোপালগঞ্জে অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পঞ্চগড় সীমান্তে ২৪ জনকে পুশইন করলো বিএসএফ
আজও ঢাকা বোর্ডের সামনে এসএসসিতে ফেল করাদের বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা