লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত: মোশারফের জামিন আটকে গেল আপিলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২১, ২২:৪৫

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনার মানবপাচার মামলায় অভিযুক্ত মোশাররফ হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত আদালত।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের আদালত এ আদেশ দেন।

আদালতে এদিন আসামিপক্ষে আইনজীবী ছিলেন গোলাম আব্বাস চৌধুরী দুলাল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড.মো.বশির উল্লাহ। আদেশের বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

তিনি বলেন, গত ১৭ জুন এ মামলায় মোশাররফ হোসেনকে জামিন দিয়েছিল হাইকোর্ট। সেই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে আপিল করা হয়। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়।

ইউরোপে অভিবাসন প্রত্যাশী ২৬ বাংলাদেশি ২০২০ সালের ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে মানবপাচারকারিদের হাতে নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১১ বাংলাদেশি। ওই ঘটনা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব ঘটনার পর মানবপাচারকারিদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানাসহ দেশের বিভিন্ন থানায় ২৫টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে।

গত বছরের ২৫ জুন তথ্য-প্রযুক্তি ব্যবহার করে হবিগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহ মামুনের নেতৃত্বে মানবপাচারকারী চক্রের অন্যতম সহযোগী মোশাররফ হোসেনকে ফরিদপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাইল গ্রামে।

(ঢাকাটাইমস/২৪জুন/এআইএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিলই রইল, আদালতের সময় নষ্ট করায় জরিমানা 

সার আত্মসাৎ: দুদকের মামলায় কারাগারে সাবেক সংসদ সদস্য পোটন

‘মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে নয়’ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত

শিল্পী সমিতি: মিশা-ডিপজল কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট

মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেল: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :