নোয়াখালীতে ষাটোর্ধ্ব বৃদ্ধা ধর্ষণের শিকার, আটক ২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৪, ১৬:১৪
অ- অ+

নোয়াখালীর সেনবাগে আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৬৫ বছর বয়সী এক নারী। এ অভিযোগে স্থানীয় লোকজন তাজুল ইসলাম কালা (৩৫) ও রাজু (২৯) নামের দুই যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার পূর্ব আহমেদপুর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হচ্ছেন, পূর্ব আহমেদপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে তাজুল ইসলাম কালা ও একই গ্রামের আবুল কালামের ছেলে রাজু।

ভুক্তভোগী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের আম বাগানে যান ওই বৃদ্ধা। তখন বাইরে হালকা অন্ধকার ছিল। ওই নারী বাগানের ভিতরে গেলে আগে থেকে বাগানে অবস্থান করা কালা ও রাজু তার মুখে চেপে ধরে। পরে বাগানের ভিতরে নিয়ে জোরপূর্বক ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে সকালে ভুক্তভোগী বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু সাঈদকে জানালে তিনি স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করেছেন।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে থানায় আনা হয়েছে। ঘটনায় ওই নারী বাদি হয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

(ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের যত অবৈধ সম্পদের সন্ধান
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি, উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
পুলিশ কিলার ফোর্স হতে পারে না: আইজিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা