হালুয়াঘাটে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

হালুয়াঘাট (ময়মনসিংহ), প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৪, ১৮:১৯
অ- অ+

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আব্দুল গাফফার (৩০) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক।

গ্রেপ্তার হওয়া ওই শিক্ষক উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কচুয়াকুড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় সূর্যপুর ফজিলাতুন্নেছা কওমি মহিলা মাদরাসার প্রধান শিক্ষক। ভুক্তভোগী শিক্ষার্থীও ওই মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মে সকাল ৮টার দিকে ওই ছাত্রী মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে মাদরাসার প্রধান শিক্ষক মো. আব্দুর গাফফার ভুক্তভোগী ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মাদরাসা থেকে তাকে নিয়ে বের হন। এক পর্যায়ে মাদরাসার সামনে আসতেই ওই ছাত্রীর স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন এবং কুপ্রস্তাব দেন। পরে ওই ছাত্রী বিষয়টি বাড়িতে এসে অভিভাবকদের জানায়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করেও কোনো সুরাহা না হওয়ায় ওই ছাত্রীর দাদা বাদী হয়ে গত বুধবার (১৫ মে) হালুয়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ ঐ শিক্ষককে আটক করে। বৃহস্পতিবার দুপুরে হালুয়াঘাট থানা থেকে তাকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহাবুবুল হক বলেন, ভুক্তভোগী ছাত্রীর দাদা মামলা করলে ওই শিক্ষককে আটক করা হয়। পরে জবানবন্দির জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা