ঈদুল আজহায় চলবে ৪৩টি অতিরিক্ত ট্রেন ও ১০টি স্পেশাল ট্রেন, অগ্রিম টিকিট বিক্রয় শুরু ২১ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৫, ১১:৩৩| আপডেট : ১৩ মে ২০২৫, ১২:১১
অ- অ+

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৪৩টি অতিরিক্ত কোচ ও ১০টি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২ জুন থেকে দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু পরিবহনের জন্য ৩টি ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি আগামী ২১ মে থেকে ঘরমুখো মানুষের জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রয় করা হবে। গতবারের মত এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতি সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ।

২১ মে অগ্রিম টিকিট বিক্রয় শুরু

সভায় জানানো হয়, ঈদ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মে থেকে। ওই দিন বিক্রি হবে ৩১ মে যাত্রার টিকিট। এরপর দিন অনুযায়ী পর্যায়ক্রমে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে। ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র যাত্রার টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের যাত্রার বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২৭ মে।

একইভাবে ঈদ পরবর্তী আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিক্রয় শুরু হবে আগামী ৩০ মে থেকে। প্রথম দিন বিক্রয় করা হবে ৯ জুনের ফিরতি টিকিট। এরপর ৩১ মে বিক্রয় হবে ১০ জুনের ফিরতি টিকিট; ১ জুন বিক্রয় হবে ১১ জুনের ফিরতি টিকিট; ২ জুন বিক্রয় হবে ১২ জুনের ফিরতি টিকিট; ৩ জুন বিক্রয় হবে ১৩ জুনের ফিরতি টিকিট; ৪ জুন বিক্রয় হবে ১৪ জুনের ফিরতি টিকিট; ৫ জুন বিক্রয় হবে ১৫ জুনের ফিরতি টিকিট।

এ বিষয়ে রেলপথ সচিব বলেন, ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের অগ্রিম টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হবে। একজন যাত্রী ঈদে অগ্রিম যাত্রা ও ফিরতি টিকিট সর্বোচ্চ এবার ক্রয় করতে পারবেন। প্রতি ক্ষেত্রে ৪টি টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া এবার ঈদে ৫ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনে ৩টি ক্যাটল সার্ভিস ট্রেন পরিচালনা করা হবে বলে জানান তিনি।

সভায় জানানো হয়, ঢাকা থেকে বহির্গামী ৪৩টি আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা হবে প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এসব আসনের বিপরীতে টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক যাত্রা বাতিল করা হবে। ঈদের পর যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর হবে। তবে ঈদুল আজহার দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

আন্তঃনগর ট্রেনের ঈদ স্পেশাল সার্ভিস

ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন থেকে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ট্রেনগুলো হলো– চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ ট্রেনটি চট্টগ্রাম-চাঁদপুর রুটে পরিচালিত হবে; তিস্তা স্পেশাল-৩ ও ৪ ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে; শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে চলাচল করবে; শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ ট্রেনটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করবে এবং পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ ট্রেনটি জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করবে।

যাত্রীবাহী চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচল করবে। ট্রেন দুটি ঈদের আগে ৪-৬ জুন এবং ঈদের পরে ৯-১৪ জুন পর্যন্ত চলাচল করবে।

চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ১৫ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে রাত সাড়ে ৩টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ১০ মিনিটে।

তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ঢাকা-দেওয়ানড়ঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে। ট্রেন দুটি ঈদের আগে ৪-৬ জুন এবং ঈদের পরে ৯-১৪ জুন পর্যন্ত চলাচল করবে।

তিস্তা ঈদ স্পেশাল-৩ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে দেওয়াগঞ্জ পৌঁছাবে দুপুর সাড়ে ৩টায়। তিস্তা ঈদ স্পেশাল-৪ দেওয়াগঞ্জ থেকে বিকাল সাড়ে ৪টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১০টা ১৫ মিনিটে।

শোলাকিয়া ঈদ স্পেশাল- ৫ ও ৬ ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে চলাচল করবে। ট্রেন দুটি শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

শোলাকিয়া ঈদ স্পেশাল- ৫ ভৈরববাজার থেকে ভোর ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল- ৬ কিশোরগঞ্জ থেকে বেলা ১২টায় ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।

শোলাকিয়া ঈদ স্পেশাল- ৭ ও ৯ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করবে। ট্রেন দুটি শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ ময়মনসিংহ থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ কিশোরগঞ্জ থেকে বেলা ১২টায় ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে দুপুর ৩টায়।

পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করবে। ট্রেন দুটি ঈদের আগে ৪-৬ জুন এবং ঈদের পরে ৯-১৪ জুন পর্যন্ত চলাচল করবে।

পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে রাত আড়াইটায়। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে।

তবে ঈদের পর পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর থেকে রাত ১০টা ২০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজারের বেশি। এসব আসনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে, পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে বেলা ২টা থেকে।

তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস

দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য তিন ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস পরিচালনা করা হবে। ট্রেনগুলো হলো– ক্যাটল স্পেশাল-১ ট্রেনটি আগামী ২ জুন দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে; ক্যাটল স্পেশাল-২ ট্রেনটি আগামী ২ জুন ইসলামপুর-ঢাকা রুটে চলাচল করবে এবং ক্যাটল স্পেশাল-৩ ট্রেনটি আগামী ৩ জুন দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে চলাচল করবে।

(ঢাকাটাইমস/১৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা