পাবনায় চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৫, ১৩:৫০
অ- অ+

পাবনা সদর উপজেলায় মধ্যরাতে এক চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভাঁড়ারা ইউনিয়নের বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

নিহত বাবুল শেখ (৪০) ইউনিয়নের বিজয়রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। তিনি চরমপন্থি দলের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লিভারজনিত রোগের কারণে গত দুই বছর আগে বিদেশ থেকে দেশে চলে আসেন বাবুল শেখ। এরপর থেকে বাড়িতেই থাকেন। অসুস্থতাজনিত কারণে কাজও করতে পারেন না। সোমবার রাতে এলাকার বাজারে চা পান করে ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি চরমপন্থি দলের সদস্য ছিলেন। এছাড়া গত দুই থেকে আড়াই বছর আগে স্থানীয় একটি মার্ডারের সঙ্গেও জড়িত ছিলেন। এরপর এ ঘটনা থেকে আড়ালে থাকতে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন। এসব ঘটনার জেরেই এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে পুরো বিষয় জানা যাবে। আপাতত মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

(ঢাকা টাইমস/১৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা