সিলেটে হিট স্ট্রোকে পথচারীর মৃত্যু

সিলেট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৪, ১৬:৩৬
অ- অ+

সিলেট মহানগরীর জিন্দাবাজারের সিটি সেন্টার শপিং মলের সামনে হিট স্ট্রোকে মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত শফিকুল ইসলাম মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে।

সিটি শপিং মলের নিরাপত্তা কর্মী বলেন, ওই ব্যক্তি সিটি শপিং মলের সামনে ফুটপাতে মাথা ঘুরে পড়ে যান। আমরা তাকে সিটি সেন্টারের সামনের খালি জায়গায় নিয়ে আসি এবং পানি পান করাই। তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তার স্বজনের সঙ্গে যোগাযোগ করলে তার এসে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে যান।

নিহত শফিকুল ইসলামের বড় ভাই মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার ভাই (শফিকুল) মারা গেছেন। সিটি সেন্টার থেকে তাকে উদ্ধার করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন বলেন- খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্ন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী তার টিম নিয়ে সিটি সেন্টারে গিয়ে ওই যুবককে পান এবং তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
সামিট-ইউনাইটেডসহ ১৫৮ বিদ্যুৎকেন্দ্রের নথি নিল দুদক, ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ১ লাখ কোটি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা