গাজা থেকে ৭৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল
উত্তর-পূর্ব খান ইউনিসের আল-কারারা এলাকায় গাজা থেকে ৭৬ জন ফিলিস্তিনি বন্দি বহনকারী দুটি বাসকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তথ্য পেয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ)।
সোমবার মুক্ত করা বন্দিদের পায়ে হেঁটে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং আল-আকসা ও নাসের হাসপাতালসহ দেইর এল-বালাহ এবং খান ইউনিসের বিভিন্ন স্থানে তারা পৌঁছেছেন বলে জানা গেছে। ওসিএইচএ এ তথ্য জানিয়েছে।
গাজা থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিরা এর আগে ইসরায়েলি শিবিরে কুকুরের আক্রমণ, শারীরিক মারধর, অপমান, যেমন পশুর মতো আচরণ করা বা প্রস্রাব করা, পানি, খাবার, ঘুম এবং টয়লেটের বঞ্চনা এবং দীর্ঘস্থায়ী আচরণের অভিযোগ করেছে। শক্তভাবে লক করা হাতকড়ার ব্যবহারের ফলে অঙ্গচ্ছেদ হয়। সূত্র আল জাজিরা।
(ঢাকাটাইমস/১৬মে/এফএ)