সরকারি দপ্তরের কাজ হবে ভার্চুয়ালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুলাই ২০২১, ১৩:৫৬ | প্রকাশিত : ১১ জুলাই ২০২১, ১৩:৩৯

করোনা ঠেকাতে চলমান বিধিনিষেধের মধ্যে সরকারি দপ্তরের কাজ ভার্চুয়ালি করার জন্য বলা হয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণ বিস্তার রোধকল্পে কঠোর বিধিনিষেধের সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে।’

আদেশে আরও বলা হয়, ‘এ অবস্থায় সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চুয়ালি সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো।’

করোনা ঠেকাতে সারাদেশে আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলছে। এই সময় মানুষের চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে গণপরিবহন।

(ঢাকাটাইমস/১১জুলাই/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :