দৌলতদিয়ায় পদ্মা পারের অপেক্ষায় ৪ শতাধিক যান

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুলাই ২০২১, ১২:৪৩ | প্রকাশিত : ১৭ জুলাই ২০২১, ১২:৪২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যান। এসব যানের মধ্যে ট্রাকের সংখ্যা বেশি। ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে আটকে থাকায় চালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

তীব্র স্রোতে কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় এবং দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকামুখী কোরবানির পশুবাহী ট্রাক ও যানবাহনের বাড়তি চাপে দৌলতদিয়া এলাকায় চার কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে নদীপারের অপেক্ষায় দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে রয়েছে কোরবানির পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ প্রায় ৪ শতাধিক যানবাহন।

দুপুরে দৌলতদিয়ার ঢাকা-খুলনা ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এমন চিত্র দেখা যায়।

তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে অনেক গরু অসুস্থ হয়ে পড়ছে। এবং সড়কে আটকে থেকে ভোগান্তি পোহাচ্ছে বাসের চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পারাপারে সময় লাগছে বেশি। এছাড়া যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি পশুবাহী ট্রাকের চাপ বেড়েছে। যে কারণে দৌলতদিয়ায় সিরিয়াল তৈরি হয়েছে। বর্তমানে এরুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে।

ঢাকাটাইমস/১৭জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :