বিদেশি পিস্তল-গুলি মাদক কারবারি আটক

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২১, ২১:৪৭
অ- অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ রেজাউল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৩ গাইবান্ধা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানায় র‌্যাব-১৩, সিপিসি-৩, (গাইবান্ধা) ক্যাম্প।

এর আগে গোবিন্দগঞ্জ উপজেলার ভাগদড়িয়া গ্রাম থেকে রেজাউলকে আটক করা হয়।

আটক রেজাউরের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বেরচুনা গ্রামে। তিনি তালিকাভুক্ত একজন মাদক কারবারি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপনে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদে গোবিন্দগঞ্জ উপজেলার ভাগদরিয়া গ্রামে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রেজাউলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রেজাউলের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা করে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা