জাপান থেকে ঢাকার পথে আরও ছয় লাখ ডোজ টিকা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ২০:০৬| আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:১৮
অ- অ+
ছবি: সংগৃহীত

জাপান থেকে আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশে এসে পৌঁছাবে অ্যাস্ট্রাজেনেকা টিকার আরো ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ। দূর প্র্যাচ্যের দেশটি থেকে বাংলাদেশে এটি টিকার তৃতীয় চালান। জাপানের নারিতা বিমানবন্দর থেকে সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯ টায় অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছে। জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবে টিকা বহনকারী বিমানটি। তিন চালানে জাপান থেকে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ টিকা পাঠানো হয়েছে। জাপান কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে এই টিকা বাংলাদেশকে দিচ্ছে।

টিকা পাঠানোর সময় নারিতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার জনাব. সৈয়দ নাসির এরশাদ।

এর আগে গত ২৪ জুলাই প্রথম চালানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। ৩১ জুলাই দ্বিতীয় চালানে আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা।

(ঢাকাটাইমস/২ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা