রাজধানীতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২১, ১৪:৩৭
অ- অ+

রাজধানীর বাড্ডায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে বাড্ডার সানারপাড় এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার ডেমরা থানার ওসি নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তরুণীর নাম লিমা আক্তার (২৩)। তার গ্রামের বাড়ি নোয়াখালী। লিমার স্বামীর নাম সোহেল। এর আগেও তার একটি বিয়ে হয়েছিল।

লিমার স্বজনরা জানান, বছর কয়েক আগে লিমার সঙ্গে সোহেলের বিয়ে হয়। পরে সোহেল কাজের উদ্দেশ্যে কুয়েতে যান। দেশে ফিরে তিনি গুলিস্তান এলাকায় কাপড়ের ব্যবসা শুরু করেন।

লিমার মামা নূর নবীর অভিযোগ, অনেক দিন ধরে লিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন তার স্বামী সোহেল। তিনি লিমাকে সন্দেহ করতেন।

সোহেল জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে তিনি বাথরুমে যান। তখন লিমা ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। বাথরুম থেকে বেরিয়ে তিনি শোবার ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে পাশের লোকজনকে ডেকে এনে দরজা ভেঙে লিমাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা