রঙ ছাড়াই দেয়ালের উজ্জ্বলতা ফিরিয়ে আনবেন যেভাবে

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ০৯:৪৬

ঘরের দেয়াল উজ্জ্বল হলে ঘরের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। এজন্য প্রতি বছর দেয়াল রঙ করতে হয়। কিন্তু বছর বছর রঙ করাটা খরচের ব্যাপার।

রঙ ছাড়াই দেয়ালের উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায়। জেনে নিন সেই উপায়।

ওয়াল পেপার লাগান

এখন নানা রকম ওয়াল পেপার পাওয়া যায়। নানা থিমে পাওয়া যায়। আর এই ওয়াল পেপার কিন্তু দারুণ ভোল বদলে দিতে পারে।

ওয়াল আর্ট

ভালো আঁকতে পারেন? তাহলে রঙ তুলি নিয়ে বসে নিজেই এঁকে ফেলুন। নইলে স্টিকার কিনেও লাগিয়ে নিতে পারেন।

ছবি কোলাজ করে লাগান

নিজেদের ছবি কিংবা নিজের তোলা ভালো ফটোগ্রাফি কোলাজ করে লাগাতে পারেন। সেই সঙ্গে ভালো করে আলো লাগান। এতে দেওয়াল দেখতে আরও বেশি সুন্দর লাগবে।

পুরনো কাপড় দিয়ে ম্যানেজ করুন

দেওয়ালের রঙ যদি উঠে যায় কিংবা পলেস্তারা খসে পড়ে তাহলে পুরনো কাপড় দিয়েও ম্যানেজ করতে পারেন। পুরনো কাপড় টানটান করে লাগিয়ে দিন। তার উপর দিয়ে সুন্দর করে আলো লাগান। ব্যাস ভোল বদলে যাবে দেওয়ালের।

পর্দা লাগান

পর্দা কিন্তু দারুণ ক্ষত ম্যানেজ করতে পারে। আর তাই সুযোগ পেলে পরদা দিয়ে দেওয়াল ঢাকুন। দেওয়ালের সামনে সুন্দর করে পর্দা লাগিয়ে দিন। এরপর সুন্দর কুশান, আলো আর ড্রাই ফ্লাওয়ার্স দিয়ে বাকি ঘর সাজিয়ে ফেলুন। সবাই কিন্তু আপনার সাজানোর তারিফ করবেই।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :