অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে সুবর্ণজয়ন্তীর আলোচনা সভা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৩৯
অ- অ+

স্থায়ী সনদপ্রাপ্ত অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উত্তরা স্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বুধবার বিকালে ইউনিভার্সিটির খেলার মাঠে এই সভা হয়।

ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. লিয়াকত আলী সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াললি উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন অপু এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের আয়োজন দেখে আমি অভিভূত। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফল্য কামনা করছি।’

সভাপতির বক্তব্যে লিয়াকত আলী সিকদার বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষকমন্ডলী জ্ঞান-বিজ্ঞান চর্চার লক্ষ্যে পাঠ্যপুস্তকের পাশাপাশি পৃথিবীর নানা জ্ঞান অজর্ন মননশীল মানুষ, সুনাগরিক এবং আগামী দিনের দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরির জন্য কাজ করছে। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাবে আমরা সেটা বিশ্বাস করি।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিক উদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশ ও জাতির স্বাধীনতা অক্ষুন্ন রাখতে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে।

অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, জোনায়েত আহমেদ, সুলতানা পারভীন, সেলিনা বেগম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ.কে.এম দেলোয়ার হোসেন, ফার্মেসি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. মো. আসলাম হোসেন, টেক্সাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাডভাইজর অধ্যাপক ড. শেখ মো. মমিনুল আলম, এগ্রিবিজনেস বিভাগের অ্যাডভাইজর অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাডভাইজর অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক কামরান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১, ৫২, ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরা এবং ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।–বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা