‘আইন কলেজগুলোতে ছাত্রলীগের কমিটি করা হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২১:১৭ | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২২, ২১:১৬

ঢাকা আইন জেলা ছাত্রলীগের পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বিজয় নগরের সেন্ট্রাল ল’ কলেজ মিলনায়তনে।

রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সেন্ট্রাল ল' কলেজে ছাত্রলীগ নেতা আবু তাহের রিমন ও কাজী মামুনুর রহমান মাহিমের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভা অনুষ্ঠানে ঢাকা আইন জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল রিপন বলেন, আইন কলেজগুলোতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধু আদর্শের সৈনিকদের নিয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। বঙ্গবন্ধুর আদর্শে সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগের পতাকা তলে আসতে হবে।

আইন জেলা ছাত্রলীগের এই সভাপতি আরও বলেন, আইন কলেজগুলোতে কোনো গ্রুপিং থাকবে না। আপনারা যারা সেন্ট্রাল ল' কলেজে বিএনপি-জামায়াত-শিবির প্রতিরোধে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

এ সময় ঢাকা আইন জেলা শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ধন্যবাদ জানান আসিফ ইকবাল রিপন।

ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্চু আহমেদ বলেন, ‘জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আইন কলেজগুলোতে ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।’

এ সময় পরিচিতি ও বর্ধিত সভার আয়োজন করায় ছাত্রলীগ নেতা রিমন-মাহিমসহ সেন্ট্রাল ল' কলেজের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সাচ্চু।

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি ও সেন্ট্রাল ল' কলেজের বর্তমান সভাপতি মো. আবু তাহেরের (রিমন) সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি ও সেন্ট্রাল ল' কলেজের সাধারণ সম্পাদক কাজী মামুনুর রহমান (মাহিম) এর সঞ্চালনায় বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা আইন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানিয়া সরদার, মো. হাসানুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমাম হাচান খান, রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক শরীফ, সেট্রাল ল' কলেজের সাবেক শিক্ষার্থী রায়হান হোসেন, আল-ইমারান, আসাদুজ্জামান, মো. মোশারফ হোসেন, বর্তমান শিক্ষার্থী রাকিবুল ইসলাম, সুপন সরকার, হেলাল খান জয়, ইমরান হোসাইন, জহির রায়হান প্রমুখ।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/এসআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

সাংবাদিক শামছুদ্দীনের মায়ের মৃত্যুতে রওশন এরশাদের শোক

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

নির্বাচনের পর বিএনপি তাবিজ-দোয়ার দিকে ঝুঁকেছে: হাছান মাহমুদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :