কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকোলস ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ১০:০০

বাংলাদেশে কানাডার নতুন হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উন্নয়ন গবেষণা ও শিক্ষা) লিলি নিকোলস। তিনি সদ্য বিদায়ী হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেইনের স্থলাভিষিক্ত হলেন।

কানাডিয়ান হাইকমিশনের টুইটারে জানানো হয়েছে, লিলি নিকোলস বুধবার ঢাকায় পৌঁছান। তাকে ফুল ও মিষ্টিতে বরণ করে নেয়া হয়।

এ বিষয়ে টুইট করে লিলিও লিখেছেন, ‘ঢাকায় কানাডা মিশনে যোগ দিতে পেরে আমি খুশি। বাংলাদেশে আসার পর আমাকে এখানকার সুস্বাদু মিষ্টি দিয়ে স্বাগত জানানো হয়েছে।’

লিলি এর আগে পানামায় কানাডার হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে গত ২৪ ডিসেম্বর লিলির নাম ঘোষণা করে কানাডার পররাষ্ট্রমন্ত্রণালয়।

এদিকে ঢাকায় কানাডার সদ্য বিদায়ী হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেইন ভারতের বেঙ্গালুরুর কানাডার মিশনে কনসাল জেনারেল হিসেবে যোগ দিচ্ছেন।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :