বেরোবি শিক্ষক সমিতির নির্বাচনে সাবেক ভিসিপন্থীদের ভরাডুবি

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২২, ১৭:৩২
অ- অ+

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২২ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫টির মধ্যে ১৪টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে সাবেক ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকারী শিক্ষকদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ সমর্থিত প্যানেল।

অন্যদিকে শুধুমাত্র একটি সদস্য পদে বিজয় ছাড়া বাকি ১৪টি পদেই বিপুল ভোটে পরাজিত হয়েছে সাবেক ভিসিপন্থী শিক্ষকদের সমর্থিত প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল) প্যানেল।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের ইংরেজি বিভাগের গ্যালারি রুমে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।

ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুর ইসলাম ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম পেয়েছেন ১১২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোরুল আজিম।

এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী (১২২ ভোট), কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম (১০৯ ভোট), যুগ্ম সম্পাদক পদে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান খান (১০২ ভোট)।

অধিকার সুরক্ষা পরিষদ সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ (১১৬ ভোট), কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিন (১১৪ ভোট), রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকী (১০৮ ভোট), পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান (১০৮ ভোট), একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আশানুজ্জামান (১০৬ ভোট), রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল লতিফ (১০৪ ভোট), ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাকিউর রহমান (৯৫ ভোট), ড. সিফাত রুমানা (৯০ ভোট), বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ (৮৬ ভোট)।

অন্যদিকে প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেল থেকে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ উল হাসান ৭৯ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির মোট ভোটার ১৮৫ জনের মধ্যে ভোট দেন ১৬৮ জন। এর মধ্যে তিনটি ভোট বাতিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধ্যরাতে হাতিরঝিলে ইতিহাস গড়া নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা দিল বাফুফে
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা