এবার গায়ক নোবেলকে মেরে ফেলল ফেসবুক

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১০
অ- অ+

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার মৃত দেখাচ্ছে গায়ক মাইনুল আহসান নোবেলকে। তার মতো বেশ কয়েকজনকেই গত কয়েকদিনে মৃত দেখানো হয়েছে ফেসবুকে। প্রত্যেকেরই আইডি, পেজে ‘রিমেম্বারিং’ লেখাটি ভেসে উঠেছে।

যেসব অ্যাকাউন্টের মালিক মৃত্যুবরণ করেন, তাদের প্রোফাইলেই শুধু ফেসবুক কর্তৃপক্ষ এই ট্যাগ জুড়ে দেয়। এরই মধ্যে এই বিড়ম্বনায় পড়েছেন চিত্রনায়ক জায়েদ খান, নাট্য অভিনেতা জিয়াউল হক পলাশ, অভিনেতা শরিফুল রাজ, হিরো আলমসহ অনেকে।

সেই তালিকায়ই এবার যোগ হলো গায়ক নোবেলের নাম। ফেসবুক কর্তৃপক্ষ এই গায়কের পেজে লিখেছে, ‘আমরা আশা করি যারা নোবেলকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার পেজ পরিদর্শন করে সান্ত্বনা দেবেন।’

এ ঘটনায় বিব্রত নোবেল। অভিজ্ঞদের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন। ভেরিফায়েড ফেসবুক পেজে নোবেল লিখেছেন, ‘আমার পেজে কিছুদিন যাবত রিমেম্বারিং লেখা আসছে। এটা কেন হচ্ছে, কেউ বলতে পারবেন? যদি লেখাটা কেউ ঠিক করে দিতে পারেন তাহলে একটু জানান। ধন্যবাদ।’

ওসেই পোস্টে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করে তাকে নক দেওয়ার অনুরোধও জানিয়েছেন ‘সারেগামাপা’ খ্যাত গায়ক নোবেল।

ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
এপ্রিলে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ উত্তরা, থানা উত্তরা পশ্চিম
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা