খোলা চিঠিতে নিন্দুকদের উদ্দেশে যা লিখলেন সামান্থা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২২, ১৩:৪৩

গত বছরের ২ অক্টোবর ভারতের দক্ষিণী ছবির অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন একই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা প্রভু। এরপর থেকেই এই নায়িকা সোশ্যাল মিডিয়ায় যা শেয়ার করছেন, তাতেই পড়ছেন নিন্দার মুখে। তবে কখনো সে সব নিন্দার জবাব না দেননি সামান্থা।

সম্প্রতি মুম্বাইতে একটি অ্যাওয়ার্ড শোতে হাজির হয়েও কটাক্ষ ও নিন্দার শিকার হন এই অভিনেত্রী। সেই অনুষ্ঠানে পরে যাওয়া পোশাকের কারণে তার দিকে ধেয়ে আসে নানা নেতিবাচক মন্তব্য। এতদিন নীরবে সবকিছু সহ্য করলেও এবার আর পারলেন না। নিন্দুকদের উদ্দেশে তিনি লিখলেন এক খোলাচিঠি।

সামান্থা লিখেছেন, ‘চারপাশে নারীকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে একজন নারী হিসেবে আমার অভিজ্ঞতা আছে। আমরা নারীকে বিচার করি তার পোশাক, জাত, শিক্ষা, সামাজিক অবস্থান, চেহারা, ত্বকের রং এবং এ রকম আরও অনেক বিষয় দিয়ে। একজনের পোশাক দেখে তাকে বিচার করা খুব সহজ কাজ।’

‘এখন আমরা ২০২২ সালে বাস করছি। আমরা কি শেষমেশ একজন নারীকে তার পোশাকের ‘হেমলাইন’ ও ‘নেকলাইন’ দিয়ে বিচার করা বন্ধ করতে পারি? তার বদলে আমরা নিজেদের উন্নতির দিকে মনোযোগ দিতে পারি না?’

তিনি আহ্বান জানান, ‘আমার ব্যক্তিগত আদর্শ আরেকজনের ওপর চাপিয়ে দিয়ে কখনোই ভালো কিছু আসেনি। আমরা একজন ব্যক্তিকে যেভাবে দেখি ও বুঝি, আসুন সেই দৃষ্টিভঙ্গিটাকে আবার নতুন করে লিখি।’

ঢাকাটাইমস/১৪ মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :