সরকারি-বেসরকারি সব টিভিতে আজ ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন আজ। এ উপলক্ষে দেশের প্রতিটি টিভি চ্যানেলে আজ দেখানো হবে শামীম আহমেদ রনি ও সেলিম খান পরিচালিত ছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।
সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক লিখিত বিবৃতির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয় যে, সরকারি এবং বেসরকারি সকল টিভি চ্যানেলে ১৭ মার্চ বাধ্যতামূলকভাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ বিনামূল্যে প্রদর্শন করতে হবে।
এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছেন পিংকি আক্তার। এখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। তার স্ত্রীর চরিত্রে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। দুটি বিশেষ চরিত্রে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও দিলারা জামান।
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’তে দেখানো হয়েছে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্যের নানা ঘটনা। গত বছরের এপ্রিলে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। তার আগে ৩০ মার্চ দেখানো হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
এরপর জুলাইতে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছবিটি দেখানোর নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। যাতে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে বিশদ জানতে পারেন। তারই ধারাবাহিকতায় আজ ছবিটি দেখানো হবে সকল টিভি চ্যানেলে।
ঢাকাটাইমস/১৭ মার্চ/এএইচ

মন্তব্য করুন