সরকারি-বেসরকারি সব টিভিতে আজ ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২২, ০৯:৩৫
অ- অ+

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন আজ। এ উপলক্ষে দেশের প্রতিটি টিভি চ্যানেলে আজ দেখানো হবে শামীম আহমেদ রনি ও সেলিম খান পরিচালিত ছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক লিখিত বিবৃতির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয় যে, সরকারি এবং বেসরকারি সকল টিভি চ্যানেলে ১৭ মার্চ বাধ্যতামূলকভাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ বিনামূল্যে প্রদর্শন করতে হবে।

এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছেন পিংকি আক্তার। এখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। তার স্ত্রীর চরিত্রে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। দুটি বিশেষ চরিত্রে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও দিলারা জামান।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’তে দেখানো হয়েছে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্যের নানা ঘটনা। গত বছরের এপ্রিলে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। তার আগে ৩০ মার্চ দেখানো হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

এরপর জুলাইতে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছবিটি দেখানোর নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। যাতে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে বিশদ জানতে পারেন। তারই ধারাবাহিকতায় আজ ছবিটি দেখানো হবে সকল টিভি চ্যানেলে।

ঢাকাটাইমস/১৭ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিভল
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা