হাইতির রাস্তায় আছড়ে পড়লো বিমান, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২২, ১৫:২৩
অ- অ+

ক্যারিবীয় দেশ হাইতির রা্জধানী পোর্ট-অব-প্রিন্সের ব্যস্ত রাস্তায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে বিমানের পাইলটও রয়েছেন। খবর রয়টার্স।

হাইতির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বুধবার স্থানীয় সময় ৩টা ৪৪ মিনিটে পোর্ট-অব-প্রিন্স বিমানবন্দর থেকে জ্যাকমেলের উদ্দেশ্যে বিমানটি উড্ডয়ন করে। মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে এটি সতর্কতা বার্তা পাঠায়। এক পর্যায়ে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি রাস্তার মাঝখানে বিমানের ভাঙা ধ্বংসাবশেষ এবং দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ দেখা গেছে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করছেন হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। এক টুইট বার্তায় তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তবে টুইট বার্তায় তিনি হতাহতের সংখ্যা উল্লেখ করেননি। প্লেনটি বিধ্বস্ত হয়েছে ক্যারেফোর এলাকায়। ওই শহরের মেয়র জুড এডুয়ার্ড পিয়েরে জানিয়েছেন, দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

(ঢাকাটাইমস/২১ এপ্রিল/ওএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪
বিচ্ছিন্নতায় নয়, জাতীয় সম্পৃক্ততায় বিশ্বাস করতে হবে পাহাড়িদের: কাদের গনি চৌধুরী
‘জনগণকে আন্তরিক পরিবেশে সঠিক তথ্য ও সেবা দিতে হবে’
শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা