বরিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালের মুলাদীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- উপজেলা সদরের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামের সুমন খানের ৬ মাসের ছেলে আরিয়ান খান এবং তার ভাই আব্দুল জব্বার খানের আড়াই বছরের মেয়ে সারিকা আক্তার।
বাসার পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে বেলা ২টার দিকে তাদের দেহ পানিতে ভেসে উঠলে স্বজনেরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসার সামনে দুই শিশু খেলা করছিল। এসময় আরিয়ান হামাগুড়ি দিয়ে পুকুর পাড়ে গেলে সে একপার্যায়ে পানিতে পড়ে যায়। তাকে উঠাতে গিয়ে সারিকা আক্তারও পুকুরে পড়ে যায়। স্বজনেরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাচ্ছিল না। পরে বেলা ২টার দিকে দুই শিশুর দেহ পুকুরে ভেসে ওঠে। আরিয়ান ও সারিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এবিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ।
তিনি জানান, একই বাড়িতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বইছে।
(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এসএ)

মন্তব্য করুন