ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মে ২০২২, ১৭:০২

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির নেতা বিপ্লব কুমার দেব পদত্যাগ করেছেন।

দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দলীয় এক সভায় আজ স্থানীয় সময় বিকাল ৫টায় নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ দেওয়া হবে বলে আভাষ দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানী দিল্লিতে ছিলেন বিপ্লব। শনিবার সকালে আগরতলায় ফেরার পর পদত্যাগের ঘোষণা দেন তিনি।

বিপ্লবের মন্ত্রিসভার এক সদস্য জানান, বিপ্লবের সিদ্ধান্তে তারা বিস্মিত। তিনি কেন পদত্যাগ করেছেন সে সম্পর্কে অবগত নন। আমাদের ধারণা তিনি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছেন। হয়ত তার কিছু পরিকল্পনা রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে তার এ সিদ্ধান্ত বিজেপির জন্য ভালো হবে।

আগামী বছর রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১৪মে/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :