সকাল সকাল ভোট দিলেই মিলবে আইসক্রিম-চাউমিন! 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৪:৩৩ | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, ১৩:৫৬

ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। ইতোমধ্যেই প্রথম দফার ভোট শেষ হয়েছে। আগামী শুক্রবার রয়েছে দ্বিতীয় দফার ভোট। এর মধ্যেই ভোট চলাকালীন ভোটারদের বিশেষ ‘পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিলো মধ্যপ্রদেশের ইনদওর জেলা প্রশাসন। সকাল সকাল ভোট দিতে গেলেই ভোটারদের দেওয়া হবে আইসক্রিম। তা-ও আবার বিনামূল্যে। খাবারের তালিকায় রয়েছে পোহা, জিলাপির পাশাপাশি চাউমিন, মাঞ্চুরিয়ানও। তবে বিনামূল্যে খাবার পাওয়ার জন্য রয়েছে বিশেষ শর্তও।

জানা গেছে, আগামী ১৩ মে মধ্যপ্রদেশের ইনদওরে রয়েছে ভোট। তালিকায় রয়েছে ২৫ লাখ ১৩ হাজার ভোটারের নাম। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ইনদওরে ৬৯ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন। এই বছরে ভোটদানের হার যেন আরও বৃদ্ধি পায় সে কারণেই বিশেষ ‘পুরস্কার’-এর ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আশিস সিংহ জানান, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ষাটোর্ধ্ব প্রার্থীদের পাশাপাশি যারা প্রথম বার ভোট দিচ্ছেন তাদের বিনামূল্যে পোহা এবং জিলাপি দেওয়া হবে। ইনদওরে যেকোনো নামি খাবারের দোকানে গেলেই এই ‘পুরস্কার’ পাওয়া যাবে। ভোট দেওয়ার পর কালির দাগ দেখালেই ভোটারদের বিনামূল্যে এই খাবার দেওয়া হবে।

এছাড়াও সকাল ৭টা থেকে ৯টার মধ্যে যেকোনো ভোটার ভোট দিলেই তাদের বিনামূল্যে চাউমিন এবং মাঞ্চুরিয়ান দেওয়া হবে বলেও জানান তিনি।

সূত্র: আনন্দবাজার

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :