বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

বিরল সফরে ইরানে অবস্থান করছে উত্তর কোরিয়ার একটি সরকারি প্রতিনিধিদল, যার নেতৃত্ব দিচ্ছেন দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউন জং হো। খবর রয়টার্সের।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, ইউন জং হো’র নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি তেহরানের উদ্দেশে মঙ্গলবার পিয়ংইয়ং ত্যাগ করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করেনি কেসিএনএ।
উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে বলে সন্দেহ করা হচ্ছে, সম্ভবত প্রযুক্তিগত দক্ষতা এবং তাদের তৈরির উপাদানগুলো বিনিময়ও করছে। আর এই প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময়ের মধ্যে দিয়ে কাছাকাছি এসেছে যুক্তরাষ্ট্রের প্রতি চরম বৈরীভাবাপন্ন দুটি দেশ। অন্যদিকে ইরান-উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বৃদ্ধির উদ্যোগ নেয় রাশিয়া।
একদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। আবার উত্তর কোরিয়াও রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও কামান সরবরাহ করেছে বলেও সন্দেহ করা হচ্ছে, যদিও উভয় দেশই এই অভিযোগ অস্বীকার করেছে।
দক্ষিণ কোরিয়ার সরকারি ডাটাবেসের তথ্য বলছে, এর আগে সিরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল তার তৎপরতার মাধ্যমে।
এছাড়া রাশিয়ার সঙ্গেও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছেন ইউন জং হো, চলতি মাসের শুরুর দিকেও তার নেতৃত্বাধীন উত্তর কোরিয় একটি প্রতিনিধিদল মস্কো সফরে গিয়েছিল বলেও জানিয়েছে কেসিএনএ।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এমআর)

মন্তব্য করুন