ভেড়ামারায় প্রকাশ্য যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২২, ১৯:০৯
অ- অ+

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের কোচ স্ট্যান্ডের পেছনে রেললাইনের উপরে সোমবার দুপুর আড়াইটার দিকে প্রকাশ্যে রিপন আলী (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনায় সায়েম নামে একজনকে গ্রেপ্তার করেছে এলাকাবাসী।

রিপন আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভেড়ামারা শহরের কোচ স্ট্যান্ডের পেছনে রেললাইনের উপরে প্রকাশ্যে দিবালোকে রিপন আলী নামে একজনকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এলাকাবাসী মূমুর্ষ অবস্থায় রিপন আলীকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রিপন আলীর দুই পা জখম হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী সায়েম নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশে সোর্পদ করেছে।

ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান জানান, সায়েম নামে একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযান এবং প্রকৃত দোষীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা