‘প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুহার কমেছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২২, ১৭:৪২
অ- অ+

বিভিন্ন দুর্যোগে বর্তমান সরকার উল্লেখযোগ্যভাবে মৃত্যুহার কমাতে পেরেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এনামু্র রহমান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘দুর্যোগ ব্যবস্থাপনায় বেসরকারি সংস্থার নেতৃত্ব ও অংশগ্রহণ’ শীর্ষক জাতীয় সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

এনামুর রহমান বলেন, বাংলাদেশ সরকার, ঝড়, বন্যা, সাইক্লোন, বজ্রপাত, নদীভাঙনসহ নানারকম প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। আগাম ব্যবস্থাপনা এবং সচেতনতার ফলে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুহার কমে এসেছে। বিশ্বের নানা সংস্থা আামাদের কাজের প্রশংসার পাশাপশি অর্থনৈতিক খাতে বিনিয়োগ করছে।

মন্ত্রী বলেন, এখন দেশের বিভিন্ন বেসরকারি সংস্থাও দুর্যোগ মোকাবেলার কাজে এগিয়ে আসছে, যা আগামীতে বৈশ্বিক দুর্যোগ ব্যবস্থাপনায়ও আমাদের সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রিজওয়ান রহমান, বিদেশি সংস্থা ইকো বাংলাদেশের ঢাকা অফিসের প্রধান আন্না অরল্যানডিনি, ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাসের রাষ্ট্রদূত এলান এল ডেনিগা প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭মে/ওএফ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যৌতুকের মিথ্যা মামলা: ফেঁসে গেলেন অভিযোগকারী নারী
রোম্যান্টিক সিন করতে গিয়ে আমার মাড়ি কেটে যায়: ঈশানী
নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৫
আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা