বিবস্ত্র করে পৈশাচিক নির্যাতন, সেই তরুণীকে ফেরত পাঠাল ভারত

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ মে ২০২২, ১১:৪৭ | প্রকাশিত : ২২ মে ২০২২, ০১:২১

মধ্যযুগীয় কায়দায় যৌন নির্যাতনের শিকার সেই তরুণীকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারত। তাকে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে আনা হচ্ছে।

গত বছর ভারতের বেঙ্গালুরুতে ওই তরুণীকে ধর্ষণ ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় বাংলাদেশ ও ভারতে ব্যাপক সমালোচনার শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে আসে ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশি তরুণ হৃদয় বাবু ওরফে টিকটক হৃদয়। এরপর দেশটির পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এসময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গুলি করে। এতে তারা পায়ে গুলিবিদ্ধ হয়।

এদিকে শনিবার সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একটি দলের কাছে তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক।

তিনি বলেন, মেয়েটিকে আমাদের জিম্মায় দেওয়া হয়েছে। এখন তাকে বহনকারী গাড়িটি ঢাকার পথে রয়েছে। রবিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার আলোচিত এই ঘটনার মামলায় টিকটক হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশিকে বিভিন্ন সাজা দেয় ভারতের আদালত। তাদের মধ্যে সাতজনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত বছরের মে মাসে বেঙ্গালুরুতে ২২ বছরের এক বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের পর দলবেঁধে ধর্ষণ করা হয়। কয়েক দিন বাদে নির্যাতনের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওটি দেখার পর প্রথম পদক্ষেপ নেয় আসাম পুলিশ। ওই ভিডিও থেকে পাঁচ নিপীড়কের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দেওয়ার জন্য টুইটারে পুরস্কারের ঘোষণা দেয় তারা।

ওই ঘটনায় ঢাকার হাতিরঝিল থানায় মানবপাচার ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন নির্যাতনের শিকার মেয়েটির বাবা।

(ঢাকাটাইমস/২২মে/এসএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: অন্তর্বাসে লুকিয়ে রাখার ডিভাইস দিতো চক্রটি, ৫ মিনিটে শেষ হতো উত্তর

চক্রের টার্গেট নিম্ন আয়ের মানুষ, চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কিডনি বিক্রি

আনসারুল্লাহ বাংলা টিমের এজাহারভুক্ত পলাতক সদস্য গ্রেপ্তার

মিল্টনের ডেরায় পাওয়া যুবকের পেটে কাটা দাগ, রহস্য জানতে স্বাস্থ্য পরীক্ষা!

টাকায় কেনা কারিগরি বোর্ডের সনদের তালিকা পেয়েছে ডিবি

বেইলি রোডে আগুন: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে ‘কাচ্চি ভাই’র মালিক

৪২০ টাকা মূল্যের ওমানি মুদ্রা লাখে বিক্রি, গ্রেপ্তার ৪

এই বিভাগের সব খবর

শিরোনাম :