১৪১ লিড নিয়ে থামল শ্রীলঙ্কা, সাকিবের ৫ উইকেট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মে ২০২২, ১৬:২৮ | প্রকাশিত : ২৬ মে ২০২২, ১৬:১৬

মিরপুরে দ্বিতীয় টেস্টের ১ম ইনিংসে ১৪১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কার। ইতোমধ্যে, ২য় ইনিংসের খেলা শুরু হয়েছে।

চতুর্থ দিনে ১৬৫ ওভারে ১০ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৫০৬ রান। অপরাজিত ব্যাটসম্যান হিসেবে ছিলেন অ্যাঞ্জেলা ম্যাথিউস। তার সংগ্রহ ১৪৪ রান। এর আগে এবাদতের বলে ১২৪ রান করে ক্যাচ আউট হন দিনেশ চান্দিমাল। এই দুজনের জুটি শ্রীলঙ্কাকে ভালো লিড নিতে সাহায্য করেছে।

অন্যদিকে, বোলিংয়ে আবারও নিজের জাত চিনিয়েছেন সাকিব আল হাসান। ৪০ ওভার বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন। সাদা পোশাকের ক্রিকেটে এই নিয়ে ১৯তম বারের মতো ৫ উইকেটে শিকার করলেন সাকিব। দেশের মাটিতে নিলেন ১৫তম বারের মতো, বাকি পাঁচবার নিয়েছেন বিদেশের মাটিতে।

আর এবাদত হোসাইন নিয়েছেন ৪ উইকেট।

শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৭ রান।

চতুর্থ দিনের খেলার আরও ২৭ ওভার বাকি আছে।

(ঢাকাটাইমস/২৬মে/আরআর)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :