‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১’ পেলেন যারা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২২, ০৯:৫৩| আপডেট : ২৮ মে ২০২২, ১২:২৫
অ- অ+

অনুষ্ঠিত হয়ে গেল দেশের বিনোদন অঙ্গণের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১’-এর ২৩তম আসর। শুক্রবার সন্ধ্যা ৬টায় এই আয়োজন বসেছিল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। পুরস্কার প্রদান উপলক্ষে সেখানেই বসেছিল তারা মেলা।

অনুষ্ঠানের শুরুতে গত দুই বছরে মহামারি করোনায় যেসব মিডিয়া ব্যক্তিত্ব মারা গেছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তার পরই শুরু হয় পুরস্কার প্রদান পর্ব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় দুই চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ফেরদৌস আহমেদ।

এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে জীবন্ত কিংবদন্তি দুই গায়িকা রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিনকে। চলুন তবে এক নজরে দেখে আসি কাদের হাতে উঠল ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১।

১। সেরা চলচ্চিত্র অভিনেতা- সিয়াম আহমেদ, সিনেমা: ‘মৃধা বনাম মৃধা’ (তারকা জরিপ পুরস্কার)।

২। সেরা চলচ্চিত্র অভিনেত্রী- জয়া আহসান, সিনেমা: ‘অলাতচক্র’ (তারকা জরিপ পুরস্কার)।

৩। সেরা টেলিভিশন অভিনেতা- আফরান নিশো, নাটক: ‘পুনর্জন্ম’।

৪। সেরা টেলিভিশন অভিনেত্রী- মেহজাবিন চৌধুরী, নাটক: ‘চিরকাল আজ’।

৫। তারকা জরিপে সেরা গায়ক- তানভীর ইভান, ‘বেস্ট ফ্রেন্ড ৩’ নাটকের ‘অভিমান’ গানটির জন্য।

৬। তারকা জরিপে সেরা গায়িকা- অবন্তী সিঁথি, ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের ‘রূপকথার জগতে’ গানটির জন্য।

৭। তারকা জরিপে সেরা নবীন অভিনয়শিল্পী- জান্নাতুল ফেরদৌস ঐশী, সিনেমা: ‘মিশন এক্সট্রিম’।

৮। সেরা অভিনেতা (সমালোচক)- ফজলুর রহমান বাবু, সিনেমা: ‘খাঁচার ভেতর অচিন পাখি’।

৯। সেরা অভিনেত্রী (সমালোচক)- আজমেরী হক বাঁধন, সিনেমা: ‘রেহানা মরিয়ম নূর’।

১০। সেরা চলচ্চিত্র (সমালোচক)- ‘রেহানা মরিয়ম নূর’।

১১। সেরা পরিচালক (সমালোচক)- এন রাশেদ চৌধুরী, সিনেমা: ‘চন্দ্রাবতী কথা’।

১২। ওয়েব সিরিজ ক্যাটাগরিতে সেরা পরিচালক- আশফাক নিপুন (মহানগর)।

১৩। সীমিত দৈর্ঘ্যর কাহিনিচিত্রে সেরা অভিনেতা- মনোজ প্রামাণিক।

১৪। সীমিত দৈর্ঘ্যর কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী- তাসনিয়া ফারিণ।

১৫। সীমিত দৈর্ঘ্যর কাহিনিচিত্রে সেরা নির্দেশক- কিসলু গোলাম হায়দার।

১৬। সীমিত দৈর্ঘ্যর কাহিনিচিত্রে সেরা চিত্রনাট্যকার (সমালোচক)- মারুফ হোসেন।

প্রতিবারের মতো এবারও পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে ছিল তারকাকে নজরকাড়া পারফরমেন্স। এবার মঞ্চে পারফর্ম করেন- ফেরদৌস আহমেদ, নুসরাত ফারিয়া, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী ও দিলশাদ নাহার কণা ছাড়াও অনেকে।

(ঢাকাটাইমস/২৮ মে/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ১৪ মে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা