অবশেষে বল গড়ালো মাঠে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২২, ০১:১১
অ- অ+

বৃষ্টি বাগড়ায় সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের খেলায় বেশ ধকল গিয়েছে দুদলের ক্রিকেটারদের। মাঠ ছাড়তে হয়েছে অন্তত তিনবার। দিনের শেষের কয়েক ওভারও খেয়ে ফেলেছে বৃষ্টি। এদিকে চতুর্থ দিনটা আর হতাশার। বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে ভেস্তে গেলে প্রথম দুই সেশন। অবশেষে মাঠে গড়ালো বল। শুরু হয়েছে তৃতীয় সেশনের খেলা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ১৪২ রান তুলে বাংলাদেশ। ফলে ইনিংস হার এড়াতে এখনও দরকার ৩২ রান।

এখন ২৬ রানে নুরুল হাসান সোহান ও শূন্যরাে মেহেদি হাসান মিরাজ ব্যাট করছেন।

সেন্ট লুসিয়া টেস্টের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৩৪ রান তুলেছিলো সফররত বাংলাদেশ দল। জবাবে খেলতে নেমে কাইল মেয়ার্সে সেঞ্চুরিতে ৪০৮ রান তুলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ফলে লিড নেয় ১৭৪ রানের। ইনিংস হার এড়াতে লড়ে যাচ্ছেন টাইগাররা।

(ঢাকাটাইমস/২৮জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এম আলিকে দেয়া হলো থানা হেফাজতে
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা