জর্ডানের বন্দরে গ্যাস লিকেজের ঘটনায় নিহত ১৩, আহত ২৫১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুন ২০২২, ১৩:২৭ | প্রকাশিত : ২৮ জুন ২০২২, ১২:৩১

জর্ডানের দক্ষিণাঞ্চলের আকাবায় অবস্থিত একটি সমুদ্র বন্দরে বিষাক্ত গ্যাসের ট্যাংক লিকেজ হয়ে অন্তত ১৩ জন নিহত এবং ২৫১ জন আহত হয়েছেন।

আল জাজিরা জানায়, গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।

সরকারের মুখপাত্র ফয়সাল আল সাবোল জানান, একটি ট্যাংকে ২৫টন ক্লোরিন গ্যাস ছিল। ওই ট্যাংকটি রপ্তানির উদ্দেশ্যে পরিবহনের সময় জাহাজে আছড়ে পড়ে। পরে ট্যাংক থেকে মুহূর্তে চারিদিকে ক্লোরিন গ্যাস ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরে ওই অঞ্চলটি সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া, আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি ট্যাংকের লিকেজ বন্ধে বিশেষজ্ঞদের একটি দল মোতায়েন করা হয়েছে।

দেশটির আল-মামলাকা টিভি জানায়, অন্তত ১৯৯ জন মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় একজন স্বাস্থ্য কর্মকর্তা ড. জামাল জনগণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে এবং ঘরের জানালা ও দরজা বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন। ওই বন্দর থেকে সবচেয়ে কাছের আবাসিক এলাকাটি ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানায়, বিশেষজ্ঞরা লিক বন্ধে কাজ করছে। এ ছাড়া, সেখান থেকে সবাইকে নিরাপদে উদ্ধারের জন্য উদ্ধারকারী বিমান পাঠানো হয়েছে।

এ ঘটনার পরে দেশটির প্রধানমন্ত্রী বিসার আল আকাবাতে পৌঁছেছেন। পরে তিনি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

এ ছাড়া, এ ঘটনার কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জুন/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :