তুরস্কে ডয়চে ভেলের কার্যক্রম বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০২২, ২১:২৩

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের কার্যক্রম ‍বন্ধের নির্দেশ দিয়েছে তুরস্কের সম্প্রচার নিয়ন্ত্রণ সংস্থা টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন সুপ্রিম কাউন্সিল (আরটিইউকে)।

এক প্রতিবেদনে এ তথ্য জানায় ডয়চে ভেলে।

বৃহস্পতিবার তুরস্কে ডয়চে ভেলের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে আরটিইউকে।

গত ফেব্রুয়ারি মাসে তুরস্কের মিডিয়া ওয়াচডগটি ডিডাব্লিউ ও অন্য আন্তর্জাতিক গণমাধ্যমকে লাইসেন্সের জন্য আবেদন করতে বলা হয়। অন্যথায় যারা আবেদন করবে না সেসব গণমাধ্যমকে দেশটির ২০১৯ সালের মিডিয়া আইন অনুযায়ী নিষিদ্ধ করা হবে।

কিন্তু ডয়চে ভেলের পক্ষ থেকে লাইসেন্সের আবেদন করা হয়নি।

এক প্রতিক্রিয়ায় ডিডাব্লিউ জানায়, তারা এটি মানতে পারছে না, কারণ, এতে তুর্কি সরকার তাদের কনটেন্ট সেন্সর করার অধিকার পাবে।

ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ বলেন, ‘‘আমরা বিস্তারিতভাবে চিঠির মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে কেন আমরা এই লাইসেন্সের জন্য আবেদন করতে পারি না তা জানিয়েছি৷ যেমন, তুরস্কে লাইসেন্সকৃত মিডিয়াগুলোকে আরটিইউকের কাছে অনুপযুক্ত মনে হয়- এমন অনলাইন কনটেন্ট মুছে দিতে হয়৷ একটি স্বাধীন সম্প্রচার মাধ্যমের কাছে এটি অগ্রহণযোগ্য৷’’

‘‘ডয়চে ভেলে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে,'' যোগ করেন তিনি৷

ডিডাব্লিউ এর কার্যক্রম পুনরায় শুরুর জন্য তুর্কি সরকারের পক্ষ থেকে লাইসেন্সের আবেদন করতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/০১জুলাই/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :