খেলা দেখতে গিয়ে হারানো ব্যান্টল ফিরলেন ১১ বছর পর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২২, ২০:৩৯| আপডেট : ০৪ জুলাই ২০২২, ২১:৩০
অ- অ+

২০০৪ সালে ইন্টারমিলান-বাসেলের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের ম্যাচ দেখতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন সুইজারল্যান্ডের নাগরিক রলফ ব্যান্টল। অবশেষে ১১ বছর পর নিজের বাড়িতে ফিরলেন তিনি।

ইন্টারমিলান-বাসেল মধ্যকার ম্যাচে বাসেলের সমর্থক ছিলেন ব্যান্টল। কিন্তু সেদিন ইতালিয়ান জায়ান্ট ক্লাবটির সঙ্গে পেরে উঠেনি ব্যান্টলের দল। হারে ৪-১ গোলের বড় ব্যবধানেই। ম্যাচ শেষে টয়লেটে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বের হয়ে তার সঙ্গে খেলা দেখতে আসা কাউকেই পাননি রলফ।

এরপর আর সুইজারল্যান্ডে ফেরেননি বাসেলের এই সমর্থক। পকেটে মাত্র ২০ ইউরো নিয়ে থেকে যান মিলানেই।

সম্প্রতি সুইজারল্যান্ডের ম্যাগাজিন শোয়েজ এম সনতাগে দেয়া এই সাক্ষাৎকারে রলফ ব্যান্টল বলেন, ‘ হুট করেই সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশের সান্নিধ্যে আসি। পকেটে ছিল ২০ মাত্র ইউরো, ছিল না মুঠোফোনও। তাই মিলানে ঘুরতে থাকি।’

(ঢাকাটাইমস/০৪জুলাই/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা