লিটারে পাঁচ টাকা কমল জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২২, ১৯:১৯| আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২১:৩২
অ- অ+

জ্বালানি তেলের ওপর ভ্যাট-ট্যাক্স কমায় ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন ও পেট্রলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। আজ রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।

সোমবার রাতে এ সিদ্ধান্তের কথা জানায় জ্বালানি বিভাগ।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতিলিটার ডিজেল ১০৯ টাকা, অকটেন ১৩০ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং কেরোসিন ১০৯ টাকা হয়েছে।

একদিন আগে রবিবার ডিজেলের ওপর থেকে সব ধরনের আগাম কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। এরপর থেকেই জ্বালানি তেলের দাম কমার বিষয়টি আলোচনায়। এরই মধ্যে সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নতুন করে দাম সমন্বয় হবে বলে জানান।

গত ৫ আগস্ট ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর আগে সর্বশেষ ২০২১ সালের ৪ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। সেই সময় এই দুই জ্বালানির দাম লিটার প্রতি ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়।

ঢাকাটাইমস/২৯আগস্ট/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কৃত্রিম চিনি জটিল রোগের ঝুঁকি বাড়ায়, বিকল্প হিসেবে যেসব খাবার খাবেন
গাজায় ইসরায়েলি হামলায় ৪৩ জন নিহত
থানায় নিয়ে যাওয়ার সময় দুই পুলিশকে সন্দেহভাজন আসামির হাতুড়িপেটা
ভেষজ দেশি গাব ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা