পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন যথেষ্ট: রুমানা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২২, ২০:১০

নারী এশিয়া কাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের দেখিয়েছে বাংলাদেশের স্পিনাররা। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। তাদের বিপক্ষেও স্পিনাররাই যথেষ্ট বলে মনে করছেন টাইগ্রেস অলরাউন্ডার রুমানা আহমেদ। সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দেয়াকালে এমন তথ্যই জানিয়েছেন তিনি।

এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত স্পিনাররাই দাপুটে পারফরম্যান্স করে যাচ্ছে। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুই ওভার ছাড়া বাকি সব স্পিন দিয়ে করিয়েছে বাংলাদেশ। এদিকে মালয়েশিয়ার বিপক্ষে পাকিস্তানও ৩ ওভারের বেশি পেসারদের বল করতে দেয়নি। এবারের নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান।

এই ম্যাচে জয়ের চোখ রুমানার। পাকিস্তানকে হারানোর জন্য স্পিনাররা যথেষ্ট বলে বিশ্বাস তিনি। এ বিষয়ে রুমানা বলেন, ‘আমি মনে করি, আমাদের স্পিনাররা আগের চেয়ে বেশি ভালো করছে। আমরা দেখেছি আমাদের খেলা ম্যাচগুলোতে স্পিনাররা সর্বোচ্চ চেষ্টা করে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন যথেষ্ট।’

তবে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। দুই দলের ১৭ ম্যাচের মধ্যে ২টি হয় পরিত্যক্ত। বাকি ১৫ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিততে পেরেছে কেবল একবার। সেই জয় এসেছে মালয়েশিয়ায় সর্বশেষ এশিয়া কাপে। চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তানকে হারিয়েছিলেন জ্যোতিরা।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :