বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার আশার বাতি যে সমীকরণ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৫:০২ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ১৪:৫৯

বাঁচা–মরার ম্যাচে অস্ত্র ঝালাই করছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোর মুখামুখি হচ্ছেন মেসিরা। এ ম্যাচে হারলে এবারের আসর থেকে ছিঁটকে পরবে আর্জেন্টিনা।

নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে ব্যাকফুটে থাকা আর্জেন্টিনার সামনে আশার বাতি অতীতের সমীকরণ।

ইতিহাস ঘেটে দেখা যায়, এ পর্যন্ত বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ৩টি ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনা ৬-৩ গোলে মেক্সিকোকে হারিয়েছিল। দ্বিতীয়বার দেখা হয় ২০০৬ সালে। সেবার আর্জেন্টিনা জয় তুলে নেয় ২-১ গোলে। ২০১০ সালে তৃতীয়বারের মতো মুখোমুখি হয়ে ৩-১ গোল জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

এছাড়া আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের পরিসংখ্যান বলছে এ পর্যন্ত দুদল মোট ৩৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৬ ম্যাচে জয় পায় আর্জেন্টিনা, অপরদিকে মেক্সিকোর জয় ৫ ম্যাচে। বাকি ১৪টি ম্যাচ ড্র হয়েছে।

এদিকে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ জানান, আজকের ম্যাচটা তাদের কাছে ফাইনালের মতো। প্রথম ম্যাচে হার মনোবলে বড় ধাক্কা দিয়েছে।

সৌদির বিপক্ষে নিজেদের ভুলের কারণেই হেরেছেন দাবি করে লাউতারো বলেন, মেক্সিকোর বিপক্ষে তেমনটা হবে না। আমরা খুব আশাবাদী। আমাদের পরবর্তী প্রতিদ্বন্দ্বীদের নিয়ে স্টাডি করেছি এবং আমরা প্রস্তুত।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :