দেশে ফিরলেন ভিপি নুর

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের পর দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ১৩ জানুয়ারি তার দেশে ফেরার কথা থাকলেও দুদিন আগেই দেশে ফিরলেন তিনি। গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বুধবার বেলা সাড়ে এগারোটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নুর। ইমিগ্রেশন শেষে সাড়ে ১২টায় এয়ারপোর্ট থেকে বের হন। এসময় কয়েকশ নেতাকর্মী এয়ারপোর্টে তাকে স্বাগত জানান।
এর আগে মঙ্গলবার বিকালে গণঅধিকার পরিষদ থেকে জানানো হয়েছিল, আগামী ১৩ জানুয়ারি ওমরা পালন শেষে দেশে ফিরবেন নুর।
নুরের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ জানান, নুর এখন শাহবাগে গণতন্ত্র মঞ্চের প্রোগ্রামে যোগ দেবেন।
গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে ওমরার উদ্দেশ্যে দেশ ছাড়েন নুর।
(ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেবি/ইএস)

মন্তব্য করুন